গোপাল ভাঁড়




আসছে গোপাল, যাচ্ছে গোপাল
ভাবছে গোপাল, হাসছে গোপাল।
যুগের পরে যুগ কেটে যায়
মানুষ তাকে ভুলে না ....
চলে না’রে চলে না’রে
তাকে ছাড়া চলে না।
কে সে! পরিচয় কী তার ?


হাসির রাজা, জ্ঞানের রাজা
রসিক রাজা, গোপাল ভাঁড়।

Comments